পানির নিচে পাকা ধান

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জুন ১, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে আকস্মিক বাড়ছে যমুনা নদীর পানি। ফলে প্লাবিত হয়েছে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলের ফসলি জমি। এতে তলিয়ে গেছে ধানের সঙ্গে কৃষকের স্বপ্ন। এছাড়া তলিয়ে যাওয়া জমির পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন তারা।

যমুনার নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সরিষাবাড়ি উপজেলার বয়ড়া, টাকুরিয়া, আদ্রা, সাতারিয়া, চরপোগলদিঘা, আওনা, ঘুইঞ্চার বেশ কিছু কৃষকের পাকা ধান তলিয়ে গেছে। এছাড়া আরেক উপজেলার প্রায় ১০ গ্রামের ফসলি জমির ধান পানির নিচে।

সরিষাবাড়ি উপজেলার ঘুইঞ্চার চর গ্রামের কৃষক সেজাব আলী জানান, শ্রমিক সংকটের কারণে উঁচু এলাকার জমির ধান কাটতে পারছেন না কৃষকরা। আবার উঁচু স্থানে রাখা ধান পানিতে তলিয়ে যাওয়ায় শিকড় বের হচ্ছে। কোনো কোনো কৃষককে কোমর পানিতে নেমে ধান কাটতে হচ্ছে।

একই গ্রামের কৃষক সাবান আলী বলেন, ঘোড়ার গাড়ি করে দুই বিঘা জমির ধান বাড়িতে আনা হয়েছে। আরো তিন বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। এতে অনেকে নৌকাযোগে ধান কেটে বাঁধে নিয়ে মাড়াই করছেন।

দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউপির বিশাল এলাকাজুড়ে বন্যার পানিতে কয়েকশ বিঘা জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ইসলামপুরের হরিনধরা বাঁধ ভেঙে ইউপির বিভিন্ন গ্রামে ঢুকে পড়েছে পানি।

কৃষক আব্দুস সামাদ জানান, ৫০ বছরে কেউ আগাম বন্যা দেখেনি। এত দ্রুত পানি আসবে কল্পনাও করতে পারেনি। তাই অনেক ফসল কাটা বাকি ছিল।

চিকাজানি ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন মুনতার বলেন, হরিনধরা বাঁধ ভেঙে পানি ঢুকে এ বন্যার সৃষ্টি হয়েছে। তবে আমার ইউপিতে এখনো পানি ঢোকেনি। তাই সবাইকে আগাম ধান কাটতে পরামর্শ দেন তিনি।

দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন বলেন, পাকা ধান প্রায় আশি ভাগ কাটা হয়ে গেছে। বাকি ধান সবাইকে নিয়ে ঘরে তোলার আপ্রাণ চেষ্টা করছি। প্লাবিত হওয়া গ্রামে আমি ও ইউএনও পরিদর্শন করেছি।

দেওয়ানগঞ্জের ইউএনও সুলতানা রাজিয়া বলেন, জামালপুরের ডিসির সার্বিক দিক-নির্দেশনা অনুযায়ী পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় জিও ব্যাগ দিয়ে পানি আটকানোর চেষ্টা করেছি। তবু পানি ঢুকে পড়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন, জেলার প্রায় ৯০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। নিম্নাঞ্চলের কিছু জমিতে পানি উঠলেও ধান কেটে নিচ্ছেন কৃষকরা।

 

সূত্র: ডেইলী বাংলাদেশ…