স্টাফ রিপোর্টার: সুপেয় পানি ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহযোগিতা করবে জাপান। এছাড়া সিঙ্গাপুর-হংকং এর মতো শহর গড়তে দেশটি বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
রোববার সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করছে জাপান, সেসব বিষয়ে আলোচনা হয়েছে। মাতারবাড়ি, মহেশখালিতে জাপানের বিনিয়োাগ আছে। সুয়ারেজ, সিটি গভর্নেন্স, ওয়াটার ম্যানেজমেন্টে তাদের বিনিয়োগ আছে। এছাড়া ‘আমার গ্রাম আমার শহর’ এ বিষয়ে তাদের সহযোগিতা চেয়েছি, তারা আশ্বাস দিয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে টেকনোলজি দেখতে জাপান সরকার আমন্ত্রণ জানিয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, আমাদের মাথাপিছু আয় যেমন বাড়ছে, মাথাপিছু বর্জ্যও বাড়ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে না দেখলে খাল-বিল ভরাট হয়ে যাবে। ঢাকার ড্রেনেজ ব্যবস্থা আরো উন্নত করতে হবে। জাপানের বর্জ্য ব্যবস্থাপনা দেখে আমরা একসঙ্গে কাজ করব।
বর্জ্যের কারণে মৃতপ্রায় খালগুলো। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বাস্তবতার বিষয়ে আমি অবহিত। সিটি করপোরেশন বর্জ্য সংগ্রহ করে, এটা তাদের দায়বদ্ধতা। অনেক জায়গায় বিক্ষিতভাবে বর্জ্য পড়ে থাকে। কিন্তু যেখানেই এই বর্জ্য আমরা নেই না কেন তা ধ্বংস করতে হবে। সেজন্য সঠিক পদ্ধতি প্রয়োগ করতে হবে।
তিনি বলেন, টেকনোলজি ব্যবহার করে সঠিকভাবে প্রতিদিন ৫ থেকে ৬ হাজার টন বার্ন করতে পারলে তা দিয়ে বিদ্যুৎ তৈরি করা সম্ভব। এ প্রক্রিয়ার জন্য কোম্পানীগুলোর কাছে টেন্ডার আহ্বান করেছি। তারা বর্জ্য থেকে যে বিদ্যুৎ উৎপাদন করবে, তা আমাদের কাছে বিক্রি করবে।