পিটিয়ে ৯ প্রাণী হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২০

ধলাই ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পিটিয়ে নয়টি প্রাণী হত্যার ঘটনায় দুইজনের নাম উল্লেখসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার বিকেলে জৈন্তাপুর মডেল থানায় মামলাটি করেন সিলেট বন বিভাগের সারি রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেন ওসি শ্যামল বণিক।

আসামিরা হলেন- উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের তাজির উদ্দিনের ছেলে আব্দুল হালিম ও লুৎফুর রহমানের ছেলে মো. শাহরিয়ার আহমদ। এছাড়া অজ্ঞাত আরো আটজন।

রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন বলেন, কয়েকদিনের ঢলে বালিপাড়া গ্রামে পানি বাড়ায় জঙ্গলের শিয়াল লোকালয়ে এসে হাঁস-মোরগ খেয়ে ফেলছিল। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার স্থানীয় যুবক ও তরুণরা একত্রিত হয়ে গ্রামের পাশের জঙ্গলে হানা দেয়। এ সময় আশ্রয় নেয়া গর্তের ভেতর আগুন দিলে শ্বাসরুদ্ধ হলে প্রাণীগুলো বেরিয়ে আসে। পরে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ছয়টি শিয়াল, দুইটি বাগডাশ ও একটি বেজিসহ নয়টি প্রাণী হত্যা করে।

তিনি বলেন, মেরে ফেলা প্রাণীগুলোর মূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা হবে। এ ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মামলা করা হয়েছে।

আসামিদের ধরতে এরইমধ্যে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি শ্যামল বণিক।