ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জ শহরের জয়রা এলাকা থেকে শহিদুর রহমান (৪০) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ভেতর থেকে দরজা বন্ধ ছিল।
পুলিশ সদস্য শহিদুর রহমান ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর কহেলা এলাকার মৃত ইব্রাহিম হোসেনের ছেলে। শহিদুর মানিকগঞ্জ কোর্টে পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
শহিদুরের শ্যালক এনামুল হক বলেন, সংসার জীবনে এক কন্যা সন্তানের জনক ছিলেন তিনি। শহিদুরের স্ত্রী অন্তঃসত্ত্বা থাকায় ধামরাইয়ের পাঠানটোলা এলাকায় বাবার বাড়িতে ছিলেন। আর শহিদুর রহমান জয়রা এলাকার ওই ভাড়া বাড়িতে থেকে মানিকগঞ্জে কর্মরত ছিলেন। দুপুরে মুঠোফোনে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। হঠাৎ কেন তার মৃত্যু হলো আমরা জানি না।