পূজায় আইন-শৃঙ্খলা বাহিনীর সাড়ে ৩ লাখ সদস্য নিয়োজিত থাকবে

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯
ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: সারাদেশে দুর্গাপূজায় ৩১ হাজার ১০০টি পূজা মন্ডপ হবে। এসব পূজা মন্ডপের নিরাপত্তায় প্রায় সাড়ে ৩ লাখ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা-সংক্রান্ত এক সভা শেষে মন্ত্রী এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এবার সারাদেশে পূজা মন্ডপের সংখ্যা ৩১ হাজার ১০০টি। আমাদের ধর্মীয় নেতৃবৃন্দ বলেছেন, এ সংখ্যা আরও বাড়তে পারে। গত বছরের তুলনায় এবার কমপক্ষে এক হাজার পূজা মন্ডপ বাড়বে।’

মন্ত্রী বলেন, ‘ঢাকা মহানগরীতে গত বছরের তুলনায় ২৩৭টি পূজা মন্ডপ বাড়ছে। পূজা মন্ডপগুলোর আশপাশে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। যেখানে বিদ্যুৎ আছে সেখানের মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের জন্য বলা হয়েছে। এছাড়া হ্যান্ড মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে স্থাপনের জন্যও বলা হয়েছে।’

আসাদুজ্জামান খান বলেন, ‘সারাদেশে পূজা মন্ডপে সার্বক্ষণিক সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রায় ৩ লাখ ৫০ হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। দুর্গাপূজায় বিঘ্ন সৃষ্টিকারী ও দুষ্কৃতিকারীদের অশুভ তৎপরতা রোধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এ জন্য গোয়েন্দা সংস্থাসহ আমরা সবাই সজাগ থাকব।’

প্রতিটি পূজা মন্ডপে স্থানীয়দের সমন্বয়ে একটি আইন-শৃঙ্খলা কমিটি থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘স্বেচ্ছাসেবকও থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তারা সমন্বয় করে কাজ করবে। এবার পূজা মন্ডপে মহিলা স্বেচ্ছাসেবকও থাকবে। স্থানীয় বখাটেরা যেন পূজা মন্ডপে নারীদের উত্ত্যক্ত করতে না পারে সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনীসহ স্বেচ্ছাসেবকরা প্রস্তুত থাকবে।