কমলগঞ্জ প্রতিনিধি: শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষ্মীপুর সার্বজনিন পূজা মান্ডপে বয়োজ্যেষ্ট ও সুবিধা বঞ্চিতদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জহির উদ্দীনের অর্থায়নে সোমবার বিকাল ৩টায় গ্রামের অর্ধশতাধিক লোকের মধ্যে এসব বস্ত্র বিতরণ করা হয়।
সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য ও অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরূপ কুমার চৌধুরী, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক আব্দুল আহাদ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, স্থানীয় ইউপি সদস্য এখলাছ মিয়া, সায়েক আহমদ, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রমোদ রঞ্জন দেবনাথ, মিজানুর রহমান, পরিমল দেবনাথ প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার অর্ধশতাধিক বয়োজ্যেষ্ট ও সুবিধা বঞ্চিতদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।