পূজা উপলক্ষে ভারতে যাচ্ছে ৫০০ টন ইলিশ

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯
ফাইল ছবি

ধলাই ডেস্ক: সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে সরকার।

বুধবার রাতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আব্দুল লতিফ বকসী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পূজা উপলক্ষে বাংলাদেশের শুভেচ্ছা হিসেবে ইলিশ রফতানির অনুমতি দেয়া হয়েছে।

আব্দুল লতিফ বকসী বলেন, আগামী ১০ অক্টোবর পর্যন্ত মোট ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানি করা যাবে।