ছবি সংগৃহীত
ধলাই ডেস্ক: রাজধানীর পূর্বাচল ক্লাব লিমিটেডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।
পূর্বাচল ক্লাবের সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পক্ষে চেক হস্তান্তর করেন ক্লাবের সাধারণ সম্পাদক, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা এবং ক্লাবের সদস্য মাজাহারুল হক শহীদ।
প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। করোনা পরিস্থিতিতে সহায়তার জন্য অনুদান দেয় পূর্বাচল ক্লাবসহ ৫৭টি প্রতিষ্ঠান।

