প্রধানমন্ত্রী ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার অর্জন করায় কমলগঞ্জে স্বাস্থ্যকর্মীদের আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৯
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে সফলতার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার অর্জন করায় মৌলভীবাজারের কমলগঞ্জে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) ও স্বাস্থ্য সহকারীবৃন্দের আয়োজনে এক আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) অতুল চন্দ্র দেবের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. আশরাফুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা: মানস কান্তি সিংহ।

আলোচনায় অংশ নেন সহ: স্বাস্থ্য পরিদর্শক আঞ্জুমান আরা রুবি, স্বাস্থ্য সহকারী অনিরুদ্ধ প্রসাদ রায় চৌধুরী, তোফায়েল আহমদ, সাংবাদিক সালাউদ্দিন শুভ প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এক আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।