প্রাণ-ডিআরইউ মিডিয়া ক্রিকেটের উদ্বোধনীতে মাশরাফি

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯

খেলা ডেস্ক: টি-টোয়েন্টি খেলেন না দুই বছর ধরেই। টেস্ট দলেও নেই অনেক বছর। মাঝে মধ্যে দু-একটি ম্যাচ খেললেও এবার এখন পর্যন্ত জাতীয় লিগে নেই মাশরাফি বিন মর্তুজা।

খেলোয়াড় আন্দোলন-ধর্মঘট কোনো কিছুতেই ছিলেন না জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। মাঝে একবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। এছাড়া স্বশরীরে উপস্থিতি নেই কোনো ক্রিকেটীয় কার্যক্রমেই।

জানা গেছে, নড়াইলে নির্বাচনী এলাকায়ই বেশি ব্যস্ত সময় কাটে তার। নড়াইল-২ আসনের এমপি মাশরাফি এখন অনেক বেশি রাজনীতি তথা এলাকার উন্নয়ন নিয়েই ব্যস্ত।

অবশেষে আজ শনিবার নড়াইল এক্সপ্রেসের দেখা মিলেছিল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে, সেটাও খুব অল্প সময়ের জন্য। প্রাণ-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব কর্পোরেট ব্র্যান্ড নূরুল আফসার এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কে এম জিয়াউল হক।

এবারের আসরে ৪৮টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে ৪৮ দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে।

উদ্বোধনী দিনের খেলায় জয় পেয়েছে ডেইলি স্টার, যুগান্তর, বাংলানিউজ ২৪, ইত্তেফাক, ৭১ টিভি, সময় টিভি, বাংলাভিশন এবং এটিএন বাংলা।