খেলা ডেস্ক: টানা ৫ ম্যাচ জিতে নিজেদের এমন এক উচ্চতায় তুলে এনেছিল কিংস ইলেভেন পাঞ্জাব, যেখানে মনে করা হচ্ছিল, শেষ মুহূর্তে বুঝি সব হিসাব-নিকেশ পাল্টে দেবে বলিউড কুইন প্রীতি জিনতার দল।
কিন্তু শেষ পর্যন্ত টানা দুই ম্যাচ হেরে নিজেদের আবারও গর্তের মধ্যে ঠেলে দিল পাঞ্জাব। সর্বশেষ আজ চেন্নাই সুপার কিংসের কাছে হেরে আইপিএলের প্লে-অফ খেলার স্বপ্ন বিসর্জন দিল তারা।
তবে নিজেরা যখন বিদায় নিল, শেষ ম্যাচে তারা সঙ্গী করে নিলো পাঞ্জাবকে। লোকেশ রাহুলের দলকে জিততে না দিয়ে তাদের বিদায়ের সঙ্গী করে নিলো চেন্নাই।
টস হেরে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের সামনে কেবল ১৫৪ রানের লক্ষ্য ছুড়ে দিতে পেরেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। মাত্র ১ উইকেট হারিয়ে খুব সহজেই লক্ষ্য পাড়ি দিয়ে ফেলে চেন্নাই। ফলে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পাঞ্জাবকে হারিয়েই এবারের আইপিএলে নিজেদের অভিযান শেষ করলো চেন্নাই।