ডেস্ক রিপোর্ট: রাজধানীর ফকিরাপুল এলাকায় ইয়ংমেন্স ক্লাবের নিষিদ্ধ জুয়া ক্যাসিনোতে অভিযান চালিয়েছে র্যাব। এসময় ওই ক্যাসিনোর ভেতর থেকে ১৪২ জন নারী-পুরুষকে আটক করা হয়।
বুধবার বিকেলে শুরু হয় অভিযান। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
অভিযানের আগ থেকেই ক্লাবটি ঘিরে রাখেন র্যাবের সদস্যরা। তারা দুপুর থেকে কাউকে ঢুকতে এবং বের হতে দেননি।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, অভিযানের সময় ভেতরে থাকা এবং ক্যাসিনোতে জুয়া খেলা অবস্থায় ১৪২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
এসময় বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে, যেগুলো গণনা চলছে বলেও জানান তিনি।
এই ক্যাসিনোর মালিক একজন প্রভাবশালী রাজনীতিবিদ বলে জানা গেছে।