ফিট না থাকলে কাটা যাবে ক্রিকেটারদের বেতন!

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০
ফাইল ছবি

খেলা ডেস্ক: এবার ক্রিকেটারদের ফিটনেসের ব্যাপারে কঠোর অবস্থানে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চুক্তিবদ্ধ সব ক্রিকেটারকে দিতে হবে ফিটনেস টেস্ট। উত্তীর্ণ হতে না পারলে কাটা যাবে মাসিক বেতন।

পিসিবি থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির কেন্দ্রীয় চুক্তিবদ্ধ সব ক্রিকেটারের ফিটনেস টেস্ট নেয়া হবে আগামী ৬ ও ৭ জানুয়ারি। জাতীয় ক্রিকেট একাডেমিতে হবে এই টেস্ট।

বর্তমানে পিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন ১৯ জন ক্রিকেটার। তাদের মধ্যে ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও শাদাব খান বর্তমানে বিপিএল খেলতে বাংলাদেশে আছে। তাই তারা ৬-৭ তারিখে টেস্ট দিতে পারবে না। তবে তাদের পরীক্ষা নেয়া হবে ২০ ও ২১ জানুয়ারি।

পাকিস্তান জাতীয় দলের কন্ডিশনিং কোচ ইয়াসির মালিক তাদের এই ফিটনেস টেস্ট নেবেন। ক্রিকেটারদের স্থূলতা, শক্তি, দীর্ঘস্থায়িত্ব, গতির দীর্ঘস্থায়িত্ব ও ক্রস ফিট-এর পরীক্ষা নেয়া হবে। প্রতিটি পরীক্ষাতেই কমপক্ষে পাস মার্ক পেতে হবে। যদি কেউ ব্যর্থ হন তাহলে তার মাসিক বেতন থেকে ১৫ শতাংশ হারে কেটে রাখা হবে। যতোদিন তারা টেস্টে উৎরাতে না পারবে ততদিন জরিমানা অব্যাহত থাকবে।

আর ফিটনেস টেস্টে কোনো ক্রিকেটার টানা ব্যর্থ হলে তার বর্তমান ক্যাটাগরি থেকে পরের ক্যাটাগরিতে পাঠিয়ে দেয়া হবে।

পিসিবির তরফ থেকে জানানো হয়েছে, প্রাথমিক কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের দিয়ে শুরু হলেও ধীরে ধীরে এটা ঘরোয়া ক্রিকেটেও চালু করা হবে।

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা:

ক্যাটাগরি এ: বাবর আজম, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ।
ক্যাটাগরি বি: আসাদ শফিক, আজহার আলী, হারিস সোহেল, ইমাম-উল-হক, মোহাম্মদ আব্বাস, শাদাব খান ও শাহীন শাহ আফ্রিদী।
ক্যাটাগরি সি: আবিদ আলী, হাসান আলী, ফখর জামান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, উসমান শিনওয়ারি ও ওয়াহাব রিয়াজ।