ডেস্ক রিপোর্ট: ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শোকাবহ ২৬শে আগস্ট সন্ধ্যায় রাজধানী হেলসিংকির মিস্টার ডন রেস্তোঁরায় এ দিবসের কর্মসূচি পালন করা হয়।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ন কবির। পরিচালনা করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন।
স্মরণ সভার শুরুতে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন বকুল, পলাশ কামালী, তপন বঙ্গবাসী, মোস্তফা আজাদ বাপি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব টিপুসহ আরো অনেকে।
বক্তারা ১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যের নায়কদের খুঁজে বের করে বিচারের সম্মুখীন করার দাবি জানান। আর ভবিষ্যতে আওয়ামী লীগের ভেতরে যেন খন্দকার মোশতাক সাদৃশ্য কোনো বেইমানের অনুপ্রবেশ না ঘটে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান।
স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন- প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাকিল, ড. জহির, স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজু মালেক, খালেদুল ইসলাম জিতু, মহিলা বিষয়ক সম্পাদক আবিদা সুলতানা নান্সি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াসীম জাবেদ দিপু, শীরিন আক্তার, আওয়ামী লীগ নেত্রী নুসরাত হোসেন, রোমেনা কবির সোহানা পারভিন, আব্দুল লতিফ, পিটু, জিসান, শাকিল ইসলাম, আবু সুফিয়ান, মনিরুজ্জামান, সোহেল রানা প্রমুখ।