ফেরি থেকে নামতে গিয়ে প্রাণ গেল পাঁচজনের, আহত ৩৩

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, মে ১২, ২০২১
সংগৃহীত

ধলাই ডেস্ক: মাদারীপুরের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি থেকে নামতে গিয়ে হুড়োহুড়ি ও হিটস্ট্রোকে পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩৩ জন যাত্রী।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ওসি মিরাজ হোসেন।

তিনি জানান, শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা দুটি ফেরি বাংলাবাজার ঘাটে ভেড়ার আগ মূহুর্তে যাত্রীদের চাপে ও হিটস্ট্রোকে পাঁচজনের মৃত্যু হয়েছে।

ঘাট সূত্রে জানা গেছে, শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে রো রো ফেরি শাহ-পরান বেলা সাড়ে ১১টায় বাংলাবাজার ৩ নম্বর ফেরিঘাটে আসে। যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে আনিসুর মাতুব্বর নামে এক কিশোরের মৃত্যু হয়। এছাড়া আহত হন প্রায় ২৫ জন।

এদিকে এনায়েতপুরী ফেরিতে অতিরিক্ত গরমে হিটস্ট্রোকের শিকার হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। এছাড়া হিটস্ট্রোকের শিকার হয়েছেন আটজন।

সূত্র|: ডেইলী বাংলাদেশ…