
ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ফের বেড়েছে। এতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শনিবার ভোরে হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার আট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে আবারো পানিবন্দী হয়ে পড়েছে জেলার কয়েক লাখ মানুষ।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এবারের বন্যায় সিরাজগঞ্জের ৩৮৮টি গ্রামের তিন লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তাদের জন্য বাঁধের পাশাপাশি ১৮৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
সিরাজগঞ্জ পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী রণজিৎ কুমার সরকার বলেন, ২৪ জুলাই সন্ধ্যা পর্যন্ত যমুনার পানি ২৯ সেন্টিমিটার কমেছিলো। কিন্তু শনিবার ভোরে তা আবার বেড়ে বিপদসীমার আট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।