বগুড়ায় চিকিৎসক-পুলিশসহ আরও ৫ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২০
ফাইল ছবি

ধলাই ডেস্ক: বগুড়ায় এক চিকিৎসক, পুলিশের দুই উপপরিদর্শকসহ (এসআই) নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে বগুড়া জেলা সিভিল সার্জন অফিস। এ নিয়ে বগুড়ায় গত কয়েক দিনে মোট ৯ জন পুলিশ সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হলেন।

বুধবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে বগুড়ার ৯৬ জন, জয়পুরহাটের ৮৯ জন, সিরাজগঞ্জের একজন, গাইবান্ধার একজন এবং নওগাঁর একজন।

বগুড়ার ৮৯ জনের মধ্য পাঁচজনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে বগুড়ার সরকারি হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক কর্মকর্তা রয়েছেন। এছাড়াও পুলিশের দুইজন এসআই, কাহালু ও সোনাতলার বাসিন্দা দুইজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। তারা দুজনই ঢাকা ও নারায়নগঞ্জ থেকে বগুড়ায় এসেছিলেন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলের পিসিআর ল্যাবের সর্বমোট ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে পাঁচজনের পজিটিভ ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে একজন চিকিৎসক, দুইজন এসআই রয়েছেন।