বগুড়ায় বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ, লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০
সংগৃহীত

ধলাই ডেস্ক: বগুড়ায় অনিবন্ধনকৃত ‘জিংসিং’ ও ‘লায়ন’ ব্র্যান্ডের ৩৬০ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দের পর ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে শহরের কাঁঠালতলা ছাতাপট্টিতে এ অভিযান পরিচালনা করা হয়।

দোকানটি থেকে অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দের পর পৌরসভার জেলখানার পাশে ডাম্পিং স্টেশনে নিয়ে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়।

এ অভিযানে বগুড়া জেলা ঔষধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক সরিফুল ইসলাম ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলী উপস্থিত ছিলেন।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।