বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে কমলগঞ্জ প্রেসক্লাবের আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উযযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা ও কেক কেটে শতবার্ষিকী উযযাপন করা হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় প্রেসক্লাবে “শুভ শুভ শুভ দিন, আজ বঙ্গবন্ধুর জন্মদিন” এই স্লোগানে মুখরিত হয়ে উঠে কমলগঞ্জ প্রেসক্লাব কার্যালয়।সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ও প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন নিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন গুলো পুরন করতে আমদের সবাইকে মিলে কাজ করতে হবে, বঙ্গবন্ধু আমাদের গর্ব,আমাদের অহংকার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের মাধ্যমে আজ এক নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছে বাংলাদেশ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক প্রেসক্লাব সভাপতি এম,এ ওয়াহিদ রুলু, সহ-সভাপতি শাব্বির এলাহী, সাবেক সম্পাদক শাহিন আহমেদ,দপ্তর সম্পাদক আর কে সৌমেন, সদস্য পিন্টু দেবনাথ,আসহাবুর ইসলাম শাওন, আব্দুল বাছিত খান, আহমেদুজ্জান আলম, নির্মল এস পলাশ, আব্দুল হাই ইদ্রিসী, মোনায়েম খান, সালাহউদ্দিন শুভ ও হৃদয় ইসলাম, প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা মসজিদের খতিব মাওলানা এনাম উদ্দিন।