বন্দুকযুদ্ধে জলদস্যু দুই ভাই নিহত

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জুন ২১, ২০১৯

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের বাঁশখালিতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কুখ্যাত জলদস্যু দুই ভাই নিহত হয়েছে। তাদের নাম- জাফর মেম্বার (৪৮) ও খলিল আহম্মদ (৪৫)।

শুক্রবার দুপুর পৌনে ২টায় র‌্যাব-৭ এর একটি টহল দলের সঙ্গে দক্ষিণ সরল এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মো. মাশবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, দুপুরে র‌্যাবের একটি দল বাঁশখালির দক্ষিণ সরল এলাকায় টহলে ছিল। র‌্যাবের টহল গাড়ি দেখেই জলদস্যুরা গুলি ছুড়তে থাকে। এ সময় র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থলে দুই জনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের কাছে জানা যায় নিহত দু’জন আপন ভাই।

ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ৭টি দেশিয় অস্ত্র ও বিপুল পরিমানে গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।