ধলাই ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনে শহিদ আবু সাঈদকে সন্ত্রাসী বলা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে আলোচনায় আসা সদ্য বরখাস্তকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে এবার খুলনায় মামলা হয়েছে।
বুধবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিক মোল্যা শওকত হোসেন বাবুল ১ হাজার কোটি টাকার মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলা করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এর বিচারক আল আমীন এই মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী এসএম মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাদী তার এজাহারে উল্লেখ করেন, ৫ অক্টোবর উর্মি শুধু অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস নয়, বৈষম্যবিরোধী ছাত্র-গণআন্দোলনে নিহত আবু সাঈদসহ সব শহিদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন, যা তিনি রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন।
বাদীর আইনজীবী এস এম মাসুদুর রহমান বলেন, আদালত মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্তের আদেশ দিয়েছেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।