বরযাত্রী নিয়ে ট্রলারডুবি: নববধূসহ ৭ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: নোয়াখালীর হাতিয়ায় বরযাত্রীসহ একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নববধূ ও দুই শিশুসহ ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃতরা হলেন- তাছলিমা আক্তার, আুমা আক্তার, আফরিমা আক্তার ওরফে লামিয়া, লিলি আক্তার, হোসনে আরা বেগম ও অজ্ঞাত এক ব্যক্তি।

মঙ্গলবার দুপুরে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজদের মধ্যে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ করছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।

জানা গেছে, হাতিয়ার চানন্দী ঘাট থেকে ৮০-৮৫ জন যাত্রী নিয়ে ঢালের চর যাওয়ার পথে কেয়ারিংচর এলাকায় মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়।

হাতিয়ার মোরশেদ বাজার পুলিশ ক‌্যাম্পের ইনচার্জ আবুল হাসান জানান, কেউ কেউ সাঁতরে তীরে উঠতে পেরেছেন। তবে এখনো অনেকে নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস‌্যরা কাজ করছেন।