রমনার বটতলা আদলেই বর্ষ বরণে প্রস্তুত করা হয়েছে কুড়িগ্রামের উপজেলা ফুলবাড়ীর ৫০০ বছরের শিমুল তলা। ফুলবাড়ী সদর থেকে ৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে কুটিচন্দ্রখানা গ্রামে এ গাছটি অবস্থিত। ৮ শতাংশ জমির উপর দাঁড়িয়ে থাকা প্রায় ১৫০ ফুট লম্বা এই শিমুলগাছটির গোড়ার পরিধি হচ্ছে ৫৮ হাত।
এই শিমুল তলায় ১৪২৬ বঙ্গাব্দের পহেলা বৈশাখ পালনে স্থানীয় গোলাম মোস্তফা রিটন, ইয়াকীন আলী আপেল, শেবেন্দ্র নাথ শীলসহ একদল সংস্কৃতিমনা যুবক হাতে নিয়েছে নানা কর্মসূচি।
শিমুলতলা বৈশাখ আয়োজক কমিটির গোলাম মোস্তফা লিটন বলেন, রমনার বটতলার আদলেই এ শিমুলতলা বেছে নিয়েছি। পহেলা বৈশাখ সকাল ৯ টা থেকে দুপুর একটা পর্যন্ত শুরু হবে বাংলা গানের আসর, কৌতুক, নৃত্যসহ বৈশাখী আলোচনা সভা।
এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফুলবাড়ীর ইউএনও মাছুমা আরেফিন, উপজেলা চেযারম্যান গোলাম রব্বানী সরকার, ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ।
এই গ্রামের একাব্বর আলী বলেন, ছোটোবেলায় শিমুল গাছটিকে যেমন দেখেছি এখনো ঠিক তেমনই আছে। ঝড় বাতাসে ডাল পালা না ভাঙায় গাছটি এখনও অক্ষত। কুটিচন্দ্রখানা গ্রামের সবচেয়ে বয়ষ্ক ব্যক্তি খোকা চন্দ্র বর্ম্মনের কাছে শুনেছেন, খোকা চন্দ্রের দাদা তার দাদার সময়ও তারা গাছটিকে বর্তমান অবস্থাতেই দেখেছেন। এতে তাদের ধারনা শিমুলগাছটির বয়স ৫০০ বছরের বেশি হবে।