স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ৬৪টি জেলার ছোট নদ নদী, খাল, জলাশয় পুন:খনন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাস্থ বহুল প্রত্যাশিত ধলাই নদীর চর অপসারণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার এর বাস্তবায়নে তিনটি প্যাকেজে ৪ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ২২ টা পয়েন্টের পৌনে ৫ কিঃমি এলাকায় ধলাই নদীর চর অপসারণ কাজের উদ্বোধন করেন, সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ এমপি।
এ উপলক্ষে কমলগঞ্জ পৌর এলাকার উজির পুরে সূধী সমাবেশের আয়োজন করা হয়। কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী,কমলগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক মশিউর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ইফতেখার আহমদ বদরুল, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, কাউন্সিলর রফিকুল ইসলাম রুহেল প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান। অনুষ্টান শেষে চর অপসারণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন অতিথিবৃন্দ।