ধলাই ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে বাবাকে খুনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বকাঝকা করায় ছেলে বাবাকে খুন করেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. বাদশা পেশায় ডেকোরেটর ব্যবসায়ী। ঘটনার পর ছেলে এনামুল হককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি খুনের বিষয়টি স্বীকার করেন।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার বলেন, শুক্রবার ভোরে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের পেটে, বুকে ও কানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে ছোট ছেলে এনামুলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি খুনের কথা স্বীকার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনামুল জানান, বাবার ডেকোরেটর ব্যবসায় সহযোগিতা করতেন তিনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসায় সময় দিলেও বাবা সবসময়ই তাকে বকাঝকা করতেন। এ নিয়ে বাবার ওপর ক্ষোভ ছিল তার। বৃহস্পতিবারও বাবা তাকে বকাঝকা করেন। এর জেরে রাতে সবাই ঘুমে থাকা অবস্থায় দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করেন। পরে ঘটনা অন্যদিকে নিতে বড়ভাই ও নিজের ব্যবহৃত মোবাইল বাবা-মায়ের রুমে রাখেন। যেন সকালে ভাই প্রথমে বিষয়টি জানতে পারেন।
এ ঘটনায় এনামুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সুধাংশু হালদার।