বাংলাদেশের জিমন্যাস্টিকসে জাপানের সহায়তা

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের জিমন্যাস্টিকসের উন্নয়নে জাপান সরকারের সহায়তা নতুন নয়। আগে দেশটির সরকার বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনকে ট্রাম্পেলিন, ফ্লোর ম্যাটস, স্প্রিং বোর্ড, ভল্টিং টেবিল প্রদান করেছে। আবার নতুন করে দিয়েছে একটি রিংসেট ও প্যারালাল বার। এর মূল্য ১২ লাখ টাকার মতো। এসব সরঞ্জামাদির ট্যাক্সও বহন করবে জাপান সরকার।

আজ (বুধবার) ঢাকাস্থ জাপান দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের কর্মকর্তাদের হাতে সরঞ্জামাদি হস্তান্তর করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়ামে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদের কাছে এই সব সরঞ্জামাদি বুঝিয়ে দেন ঢাকায় নিযুক্ত জাপানের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিরোকি ইয়ামো।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম।

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামকে আধুনিকায়নে জাপানকে সহযোগিতার আহ্বান জানান। ঢাকায় নিযুক্ত জাপানের চার্জ দ্য অ্যাফেয়ার্সের আগমনকে স্বাগত জানিয়ে বাংলাদেশে প্রচলিত জাপানের জনপ্রিয় খেলাধুলায় তাদের সরকারের সহযোগিতা কামনা করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।