ধলাই ডেস্ক: সুন্দরবনে বাঘ গণনায় লাগানো আট ক্যামেরা চুরির ঘটনায় ১৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী ফাঁড়ির অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃত জেলেরা হলেন- জাহাঙ্গীর হোসেন, আব্দুল ওহাব, আবুল হোসেন, মহিবুল্লাহ, নুরুল আলম, আব্দুর রহিম, আমজাদ হোসেন, আছাদুল ইসলাম, রিপন হোসেন, বাবর আলী, আমজাদ, ইউনুস আলী, মুন্নাফ গাজী ও আকবর হোসেন। তারা শ্যামনগর ও কয়রা উপজেলার বাসিন্দা।
জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে সুন্দরবনে বাঘ গণনার কাজ শুরু করে বন বিভাগ। বাঘ গণনার জন্য পশ্চিম সুন্দরবনের বিভিন্ন অংশে ৩৭৬টি ক্যামেরা বসানো হয়। প্রথম দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী এলাকা থেকে দুষ্কৃতিকারীরা বাঘ গণনার কাজে ব্যবহৃত ৮টি ক্যামেরা নামিয়ে নিয়ে ভাঙচুর ও মেমোরি কার্ড নিয়ে চলে যায়।
চুরির বিষয়টি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বুঝতে পারেন সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তারা। অনুসন্ধান করে সুন্দরবনের নোটাবেকী এলাকা থেকে ৮টি ক্যামেরা চুরি হওয়ার বিষয়ে তারা নিশ্চিত হন। এবং সে অনুযায়ী ১০ ফেব্রুয়ারি থেকে সুন্দরবনের দুইটি স্টেশন দিয়ে যাতায়াত বন্ধ করে দেয় বন বিভাগ।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসিএফ ইকবাল হোসাইন চৌধুরী বলেন, ক্যামেরা চুরি ঘটনায় ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ১৪ জনকে আটক করা হয়েছে। সাতক্ষীরার আদালতে পৃথক দুটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।