আন্তর্জাতক ডেস্ক: বাথরুমে পিছলে পড়ে আহত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। সোমবার নিজ বাসভবনে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে তার কার্যালয়।
দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট বাসভবন আলভোরাডা প্যালেসে’র বাথরুমে পিছলে পড়ে মাথায় বেশ আঘাত পেয়েছেন তিনি।
আহত হওয়ার পরপরই তাকে দ্রুত সামরিক বাহিনীর হাসপাতালে নেয়া হয়। এরপর সেখানে তাকে ক্র্যানিয়াল সিটি স্ক্যান করানো হয়। তবে স্ক্যানে আশঙ্কাজনক কিছু ধরা পড়েনি বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে।
এ সম্পর্কে এক বিবৃতিতে প্রেসিডেন্ট কার্যালয় জানায়, বলসোনারো’র অবস্থা বোঝার জন্য তাকে ৬-১২ ঘন্টা গভীর পর্যবেক্ষনে রাখা হয়েছে।
বলসোনারো আহত হওয়ার ঘন্টাখানেক পরই তাকে দেখতে হাসপাতালে যান দেশটির নিরাপত্তা মন্ত্রী অগাস্তো হেলেনো। পরিদর্শন শেষে স্থানীয় গ্লোবো টিভিকে তিনি জানান, প্রেসিডেন্ট ভালো আছেন।
চলতি বছরের পয়লা জানুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন বলসোনারো। নির্বাচনী প্রচারনা চালানোর সময়ও এক ছুরি হামলায় মারাত্মক আহত হয়েছিলেন তিনি।
সূত্র : এনডিটিভি