ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ীতে কর্তব্যরত অবস্থায় বাসচাপায় নিহত ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খায়রুল ইসলামের পরিবারকে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার ডিএমপি সদর দফতরে নিজ কার্যালয়ে নিহত খায়রুলের পরিবারের হাতে এ অনুদানের টাকা তুলে দেন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
উল্লেখ্য, নিহত খায়রুল ইসলাম ডেমরা ট্রাফিক জোনের এএসআই ছিলেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের গ্রামের বাড়ি নিলফামারী জেলার সদর থানার জাগতি গ্রামে।
গত ৬ জুলাই শুক্রবার দিবাগত রাত ২টার দিকে যাত্রাবাড়ী-কাঁচপুর সড়কের যাত্রাবাড়ী থানার সামনে কর্তব্যরত অবস্থায় রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।