বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯

ধলাই ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪১ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা।

গত ৯ নভেম্বর শনিবার বিকেলে (বাদ আসর) ধর্মসচিব মো. আনিছুর রহমান বইমেলার উদ্বোধন করেন। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে।

এবারের মেলায় ৬১টি স্টল অংশগ্রহণ করছে। মেলা প্রতিদিন সকাল ১০টা রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষে প্রতি বছরই ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ এ মেলার আয়োজন করে।

মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিস গ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে আকর্ষণীয় কমিশনে পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিসসহ বিভিন্ন গবেষণামূলক গ্রন্থ বিক্রয় করা হচ্ছে।