ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্ত থেকে বৃহস্পতিবার দুপুরে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। পরে বিকেলে ভারতের উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়।
আটকরা হলেন- উপজেলার গেদুরা ইউপির মলানী গ্রামের রুবেল মিয়া ও তার ভাই আজিজুল, আটঘরিয়ার মাহবুব, মন্নাটুলি গ্রামের শামসদ্দিন ও চাতোর গ্রামের আবু বক্কর।
ঠাকুরগাঁও-৫০ বিজিবির সহ-অধিনায়ক মেজর রাজ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে কাঁঠাল সীমান্তের ৩৬৯/১ পিলার এলাকা দিয়ে ভারত থেকে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় ভারতের নারগুন-১৭১ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। বিকেলে তাদের ওই দেশটির পুলিশের হাতে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার রাতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটকদের ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।