ধলাই ডেস্ক: রংপুরের কাউনিয়া বাজারস্থ ‘টেস্টি পয়েন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ এর সামনে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি প্রাইভেটকারের ভেতরে লুকায়িত অবস্থায় ৩৭টি বস্তায় ১২১৫ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশি মদসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
গত বুধবার (২ অক্টোবর) রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক দিলারা রহমানের তত্ত্বাবধানে এবং রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মো. মোজাফফর হোসেন শাহের নেতৃত্বে গোয়েন্দা সদস্যদের নিয়ে গড়া চৌকস একটি দল এ অভিযান পরিচালনা করে।
বৃহস্প্রতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক দিলারা রহমান এ তথ্য নিশ্চিত করেন।
চালক মো. রবিউল হাসান (২৭) প্রাইভেটকারটি রেখে পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি।
জানা যায়, আসামি মো. রবিউল হাসান দীর্ঘদিন ধরে রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন বলে মাদকদ্রব্য অধিদফতরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের কাছে তথ্য ছিল। তিনি বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
তথ্যানুযায়ী বেশ কিছুদিন ধরে তার কার্যক্রম ও গতিবিধি মনিটরিং করা হচ্ছিল। রংপুর বিভাগীয় গোয়েন্দা টিম তার গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে থাকে।
তথ্য-উপাত্ত বিশ্লেষণ শেষে বুধবার আসামির চালিত প্রাইভেটকারটি আটকপূর্বক বিধি মোতাবেক তল্লাশি করে ১২১৫ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাইভেটকারচালক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কাউনিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলাটির বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিদর্শক মো. আলমগীর হোসেন।
সূত্র: ডেইলী বাংলাদেশ…