বিমানবন্দরে বিআরটি প্রকল্পের গার্ডার ধস, আহত ৪

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১
সংগৃহীত

ধলাই ডেস্ক: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্পের (বিআরটি) গার্ডার ভেঙে চীনা নাগরিকসহ চারজন আহত হয়েছেন।

রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার ওসি দাদন ফকির বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে দুই জন চীনা নাগরিক, বাকিরা বাংলাদেশি। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, আহতদের সবাই প্রকল্পের নির্মাণ শ্রমিক। দুর্ঘটনার পর ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বিআরটি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিআরটিএ কর্মকর্তারা।

সূত্র: ডেইলী বাংলাদেশ…