ধলাইর ডাক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার জামিউস সানী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলের রুম সিলগালা করা হয়েছে।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আহসান উল্লাহ হলে খন্দকার জামিউস সানীর ৩২১ নাম্বার রুম ও শেরে বাংলা হলে মেহেদী হাসান রাসেলের ৩০১২ নাম্বার রুম সিলগালা করে বুয়েট প্রশাসন।
বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান দুইটি রুম আরো কিছু রুম সিলগালা করে দেন।
আবরার হত্যাকাণ্ডের পর থেকে ১০দফা দাবিতে আন্দোলন করছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে অন্যতম দাবি ছিল বুয়েটে রাজনীতি নিষিদ্ধ করা এবং রাজনৈতিক কক্ষগুলো সিলগালা করা।