ধলাই ডেস্ক: ময়মনসিংহে বৃষ্টিস্নাত ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় বৃষ্টি মাথায় নিয়েই ধর্মপ্রাণ মুসল্লিরা জামাতে অংশ নেন।
নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ আঞ্জুমান ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত আদায় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. এহতেশামুল আলম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে।
একই চিত্র জেলার অন্যান্য উপজেলা গুলোতেও। প্রচণ্ড বৃষ্টির কারণে মুসল্লিরা ঈদের জামাত আদায়ে ভোগান্তি পোহাতে হয়। কিছু জায়গায় মসজিদের অভ্যন্তরে ঈদের জামাত হলেও জায়গা সংকুলান না হওয়ায় অনেকে ঈদের নামাজ না পড়েই বাড়ি ফেরেন।