বেনাপোলে ২৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মে ১৩, ২০২৩
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে পৃথক দুটি অভিযানে ২৯ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

আটক ছদর আলী (৩৫) বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মুছা মল্লিকের ছেলে।

শনিবার দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, শার্শা থানাধীন বাহাদুরপুরের দূর্গাপুর গ্রামে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪-৬ জন ব্যক্তি বস্তা ফেলে পালিয়ে যান। পরে সেই বস্তা থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মূল্য, ১৭ লাখ ৪০ হাজার টাকা।

যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, মাদক উদ্ধারের ঘটনায় শার্শা থানা ও বেনাপোল পোর্ট থানায় দুটি এজাহার দায়ের করা হয়েছে।

সূত্র: ডেইলী বাংলাদেশ…