বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (০৬ জানুয়ারি ) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উক্ত অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে আর্মস পুলিশ ব্যাটেলিয়ান ফোর্স এর সহায়তায় মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, প্রাসাধনীর গায়েঁ উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণে তারিখ না লেখাসহ বিভিন্ন অপরাধে রেলওয়ে মার্কেটে অবস্থিত আল্লার দান ষ্টোরকে ৩ হাজার টাকা, ষ্টেশন রোডে অবস্থিত দেব ট্রেডার্সকে ২ হাজার টাকা, এম আলী শপিং সেন্টারে অবস্থিত কেনাকাটা কসমেটিক্সকে ২ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।