বড়লেখায় ৩ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯
ছবি ধলাইর ডাক

বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মসজিদ মার্কেট, রেলওয়ে মার্কেট, পৌর মার্কেট ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে পিঁয়াজের খুচরা এবং পাইকারি বাজারে ন্যায্য মূল্যে পিঁয়াজ বিক্রির লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  তদারকি অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে মূল্য তালিকা না রেখে পিঁয়াজের দাম বৃদ্ধি করা, মূল্য তালিকায় অতিরিক্ত দাম লিখে বিক্রয় করা, পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয় ভাউচার না  এনে খুচরা ব্যবসায়ী কর্তৃক অতিরিক্ত দামে পিঁয়াজ বিক্রয় করাসহ  বিভিন্ন অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে ৯ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে ২ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন আর্মস পুলিশ ব্যাটেলিয়ান ফোর্স ।

অভিযানকালে ময়না মিয়া ও জেসমিন নাহার নামক দুইজন অভিযোগকারীর অভিযোগ তাৎক্ষনিক আমলে নিয়ে মসজিদ মার্কেট ও পৌর মার্কেট বাজারে  পিঁয়াজের দাম অতিরিক্ত নেওয়ায় ছায়েদ ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার ২ শত এবং তাজুল ইসলাম এন্ড সন্সকে ৩ হাজার ২ শত টাকা জরিমানা করা হয় এবং আইন অনুসারে অভিযোগকারীগণকে জরিমানার ২৫%=৮০০ টাকা করে ১,৬০০ টাকা প্রদান করা হয়।

এছাড়াও অভিযানকালে পৌর মার্কেটে অবস্থিত  রতন ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকাসহ মোট ৯ হাজার ৪ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।