আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আহমেদাবাদে সন্ত্রাসী হামলায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আলোচিত এ ঘটনায় ৪৯ জনের মধ্যে ৩৮ জনকে সর্বোচ্চ সাজা দিল দেশটির একটি বিশেষ আদালত। এ মামলায় প্রায় ৮০ জন আসামি বিচারাধীন ছিল। ভারতের ইতিহাসে প্রথম একটি মামলায় এত আসামির মৃত্যুদণ্ড দেয়া হলো।
দেশটির ইতিহাসে প্রথম কোনো মামলায় এতসংখ্যক মানুষের মৃত্যুদণ্ডের রায় দেয়া হলো। এই ঘটনার আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় ২৬ জনের ফাঁসির রায় দেয়া হয়েছিল।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ জুলাইয়ে আহমেদাবাদে ৭০ মিনিটের ধারাবাহিক বোমা বিস্ফোরণে ৫৬ জন নিহত এবং ২০০ জনের বেশি মানুষ আহত হন। বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তদের ভারতীয় দণ্ডবিধি, ইউএপিএ, বিস্ফোরক পদার্থ আইন এবং জনসম্পদ ক্ষতি আইনের বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং একজন অভিযুক্তকে অস্ত্র আইনে অভিযুক্ত করা হয়েছিল।
গত বছরের সেপ্টেম্বরেই ৭৭ আসামির বিরুদ্ধে বিচার কার্যক্রম শেষ করেছিল আদালত। এর মধ্যে একজন আসামি ছিলেন রাজসাক্ষী। পুলিশ দাবি করেছিল হামলায় জড়িতরা ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) ও নিষিদ্ধ ঘোষিত স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার (সিমি) সদস্য।