ধলাই ডেস্ক: সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে পাচারকালে দুই নারীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় দুই পাচারকারীকে আটক করা হয়েছে। এছাড়া পলাতক আরও চার পাচারকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ১০টায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদরদফতর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্ধার হওয়া নারীদের একজনের বাড়ি যশোরের মণিরামপুর ও অন্যজনের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার নতুনগাঁও উমরপুর।
আটক পাচারকারীরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ছয়ঘরিয়ার মৃত নুরুল ইসলামের ছেলে শহিদ হোসেন (২৮) ও গোলাম হোসেনের ছেলে মো. জাহিদ (২২)।
বিজিবি জানায়, পাচারের ঘটনায় জড়িত আরও চারজন পালিয়ে গেছেন। তারা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার হাওলখালীর নাজমুল হোসেন (৩০), মো. বাবু (৪০), উত্তর তলুইগাছার আব্দুর রাজ্জাক (৩৫) ও আক্তার হোসেন (৪০)।