স্টাফ রিপোর্টার। ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর হিন্দু উগ্রবাদীদের হামলা,মসজিদ, মাদ্রাসায় আগুন দেয়া ও ভারতীয় সরকারের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সমমনা ইসলামী দলগুলো। রবিবার দুপুর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কমলগঞ্জ উপজেলা ময়না চত্ত্বর থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।
সে সময় দিল্লির সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,ভারতের সাম্প্রদায়িক মোদী সরকার সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। মুসলমানদের বাড়ি ঘরে আগুন দিয়ে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে। নারী ও শিশুদের ওপরও নির্মম নির্যাতন চালানো হচ্ছে। মুসলমানদের ওপর নির্যাতনকারী মোদিকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেয়া হবে না। যেকোন মূল্যে মোদিকে প্রতিহত করা হবে। বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ভারতের মুসলমানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।