ভালো আছেন এরশাদ, দোয়া চাইলেন ছোট ভাই কাদের

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন বলে দাবি করেছেন তার ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

তিনি জানান, হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) পল্লীবন্ধুর সুস্বাস্থ্য এবং রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় বলেন, ‘পার্টির চেয়ারম্যান সিএমএইচে আইসিইউতে আছেন। চিকিৎসকরা তার দেখভাল করছেন। শরীর খারাপই বলা যেতে পারে। তার বয়স হয়েছে, এখন তো ৯২ বছর চলছে।’