ভাসতে থাকা কাঠের বাক্স খুলতেই মিলল কন্যাশিশু

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জুন ১৮, ২০২১
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: গঙ্গায় ভাসছিল একটি কাঠের বাক্স। স্থানীয় নৌকার মাঝি গুল্লু চাহুধারী সেটি দেখতে পেয়ে তুলে নেন। বাক্স খুলেই তার চোখ কপালে। দেখেন বাক্সের ভেতরে এক নবজাতক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিপুরের দাদরি ঘাটের কাছে।

গুল্লু জানান, তিনি মনে করেন তাকে এই কন্যাশিশু উপহার দিয়েছে গঙ্গা। তাই তিনি শিশুটিকে বড় করতে চান। শিশুটি যে বাক্সে ছিল সেই বাক্সটিতে দেব-দেবীদের ছবি লাগানো ছিল। এছাড়াও শিশুর রাশিফলও রাখা ছিল।

পুলিশ জানিয়েছে, ওই শিশুকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি কার কাছে থাকবে, সে ব্যাপারে এখনও কিছু জানায়নি তারা। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, শিশুটির শারীরিক পরীক্ষা করা হয়েছে। তার বাবা-মায়ের খোঁজ চালানো হচ্ছে।

এদিকে এ ঘটনায় নৌকার মাঝির প্রশংসা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানান, সরকার ওই শিশুর লালন-পালনের ব্যবস্থা করবে। আর কৃতজ্ঞতা হিসেবে মাঝি সব সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা