ভুয়া ম্যাজিস্ট্রেটসহ তিনজনকে আটক

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মে ১৫, ২০১৯

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহ কালীগঞ্জের চাপরাইল বাজারে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়ের সময় বুধবার দুপুরে ভুয়া ম্যাজিস্ট্রেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- মাগুরার বজার পাড়ার উজ্জ্বল মিয়া, মাঠপাড়ার ইয়াকুব হোসেন ও মফিজুর রহমান।

চাপরাইল বাজারের ব্যবসায়ী দলিল উদ্দীন বলেন, একটি প্রাইভেটকারে করে তিনজন বাজারে আসে। এরপর তারা নিজেদের ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালতের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে গণহারে জরিমানা আদায় করতে থাকে। একপর্যায়ে তাদের কর্মকাণ্ডে সন্দেহ হলে নানা প্রশ্নে তারা ঘাবড়ে যায়। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে দেয়া হয়।

নিয়ামতপুর ইউপির চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর বলেন, ওই বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০ হাজার টাকা আদায় করেছে তারা। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, অখ্যাত তিনটি পত্রিকার ভিজিডিং কার্ড, টিভি চ্যানেলের বুম, ক্যামেরা ও জরিমানা আদায়ের বই উদ্ধার করা হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, ওই তিন প্রতারক ভুয়া ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক সেজে বাজারের অনেক ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা আদায় করেছে। আটকদের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা হয়েছে।