নিজস্ব প্রতিবেদক: ভোলায় আল্লাহ ও মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরীহ তাওহিদী জনতার উপর নির্বিচারে গুলি করে হত্যা ঘটনার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস।
আজ ২৪ অক্টোবর বাদ আছর ভানুগাছ চৌমুহনী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ভানুগাছ বাজার, ষ্টেশন, ১০নং রোড প্রদক্ষিণ করে ভানুগাছ চৌমুহনী এসে শেষ হয়।
খেলাফত মজলিস, কমলগঞ্জ উপজেলা সভাপতি মুফতি শাছুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মাও: ইকবাল হোসেন কয়ছরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা সহ সভাপতি জননেতা মাও: নূরুল মোত্তাকীন জুনাইন বলেন- বার বার নাস্তিক ব্লগারা নবীর ইজ্জতের উপর হামলা করবে, আর উলামায়ে কেরাম/ তৌহিদী জনতা প্রতিবাদের জন্য রাস্তায় নামতে হবে কেন!! শাহ জালাল, শাহ মাহদুম, এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ারের দেশ। ৯০% মুসলমানদের দেশে প্রতিবাদ করে বিচার আদায় করা নিতান্তই লজ্জাজনক।অনতিবিলম্বে রাষ্ট্রীয় আইন করে এসব নাস্তিক ব্লগারদের ফাঁসি কার্যকর করতে হবে।
আগামী দিনে সকল কর্মসূচিতে সবাইকে ঈমানী দায়িত্বে অংশগ্রহণ করার জন্য তিনি আহবান জানান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- থানা সহ সভাপতি- আবুল হাসান, আব্দুল বাছিত সিদ্দিকী, হারুন খাঁন, লুৎফুর রহমান জাকারিয়া, মাও: হুসাইন আহমদ খালেদ, মাও: মুসলিমুর রহমান, সিহাব উদ্দিন, সোহেল আহমদ প্রমূখ।