ডেস্ক রিপোর্ট: গতকাল ২৭ আগস্ট পবিত্র মক্কা আল-মুকাররমায় আরও এক বাংলাদেশি হাজি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার নাম মো. আব্দুল লতিফ (৬৫)। পাসপোর্ট নম্বর বিএক্স-০৮৪১২২৩। তিনি ঢাকা জেলার সাভারের বাসিন্দা ছিলেন।
গত ২ আগস্ট তিনি পবিত্র হজ পালনের জন্য বিজি-৩১৭৭ ফ্লাইটে সৌদি আরব যান।
এ নিয়ে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে ১০৯ জন হজযাত্রী মারা যান। তাদের মধ্যে পুরুষ ৯২ ও নারী ১৭। এর মধ্যে শুধু মক্কায় ৯৭, মদিনায় ১১ ও একজন জেদ্দায় মারা যান।