মদিনা যাওয়ার পথে বাস উল্টে ৮ ওমরাহ পালনকারী নিহত

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২২
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ওমরাহ পালন করে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন।

সৌদি কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

ঐ বিবৃতিতে বলা হয়, সৌদি রেড ক্রিসেন্ট অথরিটি (এসআরসিএ) অপারেশন রুম শুক্রবার সকাল সোয়া ছয়টায় জানতে পারে ওয়াদি আল-ফারা শহরের কাছে আল-হিজরা রোডে একটি বাস উল্টে গেছে। মদিনায় এসআরসিএ শাখার মহাপরিচালক ডক্টর আহমেদ আল-জাহরানি জানায়, দুর্ঘটনা এবং আহত যাত্রীদের সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দলগুলোকে অবিলম্বে নির্দেশ দেওয়া হলে ২০টি অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী ছয়টি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।

গত দুই বছর করোনা মহামারির কারণে হজ-ওমরাহ বন্ধ ছিল। এবার করোনার বিধিনিষেধ তুলে নেয়ার পর অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি মানুষ ওমরাহ পালন করতে সৌদি আরব ছুটে যান।