মধ্যরাত থেকে সাগরে ৬৫ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, মে ১৯, ২০২৩
ফাইল ছবি

ধলাই ডেস্ক: সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বাড়াতে শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে সমুদ্রে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৩ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে এই নিষেধাজ্ঞা। ইচ্ছে না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে সমুদ্র থেকে জাল উঠিয়ে তীরে ফিরতে শুরু করেছেন জেলেরা।

তবে জেলেরা বলছেন, বছরজুড়ে ইলিশের আকালসহ ঘূর্ণিঝড় মোখায় এক সপ্তাহ অলস সময় পার করে লোকসানের মুখে পড়েছেন তারা। তাই অবরোধকালীন সময়ে প্রণোদনা বাড়াতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন জেলেরা।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপুসাহা জানান, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত এই ৬৫ দিন ইলিশসহ সব রকম মাছ শিকার বন্ধ থাকবে। তবে এই সময়ে উপজেলায় নিবন্ধিত ১৮ হাজার ৫০৩ জেলেকে দুই ধাপে ৮৬ কেজি করে চাল দেওয়া হবে। এর পরেও জেলেদের জন্য তাদের সুযোগ সুবিধার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।