ডেস্ক রিপোর্ট: পদ্মায় ১৬ যাত্রী নিয়ে স্পিডবোট ডুবে এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার সকালে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুর নাম দীন ইসলাম হোসেন রনি।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ১৬ যাত্রী নিয়ে স্পিডবোটটি শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ি যাচ্ছিল। মাঝ পদ্মায় প্রচণ্ড বাতাসে স্পিডবোটটি ডুবে যায়। এতে রনি নিখোঁজ হয়। বাকিদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেয়া হয়। নিখোঁজের সন্ধানে উদ্ধার কাজ চলছে।