ধলাই ডেস্ক: “প্রেমিকার বাড়ীতে বিবাহিত প্রেমিকের আত্মহত্যার চেষ্টার” শিরোনামে ধলাইর ডাক সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হওয়ার ৫দিন পর ঐ ঘটনার সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত স্বপন কুমার নুনিয়া।
তিনি বলেন- দীর্ঘ দিন ধরে আমার ব্যবসায়ীক, রাজনৈতিক ও পারিবারিক শত্রুতার জের ধরে একটি কু-চক্রী মহল আমি এবং আমার পরিবারকে হেয়প্রতিপন্ন করার চক্রান্তে লিপ্ত রয়েছে। এর চক্রান্তের জের ধরেই মাধবপুর চা-বাগানে পশ্চিম লাইন শ্রমিকলাইনের হরি নারায়ন করি, স্বামী পরিত্যাক্তা মেয়ে শান্তি করি’কে দিয়ে এনার্জি ড্রিংকের সাথে নিশাদ্রব্য মিশিয়ে আমাকে খাইয়ে আমার মানহানির চেষ্টা করা হয়। আমি অচতেন থাকা অবস্থায় কে বা কাহারা আমার ছবি তুলে। আর এই ছবি দিয়ে গত- ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ঢালাও ভাবে সংবাদ প্রকাশিত হয়। আমি এই চক্রান্তকারীদের বিরোদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
“হরিনারায়ন করির স্বামী পরিত্যাক্তা মেয়ে শান্তি করির” সাথে আমার কোন প্রকারের প্রেম বা অবৈধ সম্পর্ক নাই।
আমি তার কাছে ব্যবসায়ীক বাবদে কিছু টাকা ধার নিয়েছিলাম ঘটনার দিন রাতে সেই পাওনা টাকা ফেরত দিতে গিয়ে আমি চক্রান্তের শিকার হই। পরে রাতেই আমাকে শান্তি করির বাড়ী থেকে অচতেন অবস্থায় কমলগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে। আমি কোন আত্ম হত্যার চেষ্টা করি নাই।